আধা পয়সা প্রতি সেকেন্ডে কল রেট এবং আনলিমিটেড ফ্রি ফেসবুক
রবি প্রিপেইড গ্রাহকরা এখন মাত্র ৩১ টাকা রিচার্জে যেকোনো রবি নম্বরে উপভোগ করতে পারবেন ০.৫ পয়সা/সেকেন্ড কলরেট এবং অন্য অপারেটর ১ পয়সা/সেকেন্ড কলরেট। এছাড়াও থাকছে আনলিমিটেড ফ্রি ফেসবুক ব্রাউজিং দিনরাত ২৪ ঘন্টা।
বিস্তারিত তথ্য
• অফারটি সকল রবি প্রিপেইড গ্রাহকের জন্য প্রযোজ্য (শুধুমাত্র আনলিমিটেড বোনাস অফারের গ্রাহক ব্যাতীত)।• অফারটি পেতে ৩১ টাকা রিচার্জ করুন।
• ৩১ টাকা রিচার্জে রবি গ্রাহকরা যেসব সুবিধা উপভোগ করতে পারবেন:
- ০.৫ পয়সা / সেকেন্ড সকল রবি নম্বরে (রাত ১২টা থেকে বিকাল ৫টা)
- ১ পয়সা/সেকেন্ড অন্য অপারেটরে (দিনরাত ২৪ ঘন্টা)
- আনলিমিটেড ফ্রি ফেসবুক (দিনরাত ২৪ ঘন্টা)
- মেয়াদ: রিচার্জের দিন সহ ৫ দিন
• অফারটি রিচার্জের সাথে সাথে প্রযোজ্য।
• অফারটির মেয়াদ শেষ হলে গ্রাহকগণ স্বয়ংক্রিয়ভাবে তাদের আগের প্যাকেজে ফিরে যাবেন।
অন্যান্য সাধারণ শর্তাবলী
• এই বিশেষ ট্যারিফ প্ল্যানটি শুধু লোকাল নম্বরের ক্ষেত্রে প্রযোজ্য।• আনলিমিটেড বোনাস নেওয়া গ্রাহকদের (নতুন এবং বন্ধ সিম চালু করা) জন্য এই অফারটি প্রযোজ্য নয়।
• ক্যাম্পেইন চলাকালীন সময়ে ৩১ টাকা রিচার্জ করে যতবার খুশি ততবার অফারটি গ্রহণ করা যাবে। একাধিক রিচার্জের ক্ষেত্রে সবচেয়ে লম্বা সময়ের মেয়াদটি প্রযোজ্য হবে।
• ৩১ টাকা রিচার্জের পর স্বয়ংক্রিয়ভাবে এই বিশেষ ট্যারিফ রেট এবং ফ্রি ফেসবুক অফারটি চালু হয়ে যাবে।
• রাত ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রবি থেকে রবি কলরেট মাত্র ০.৫ পয়সা/সেকেন্ড।
• বিকাল ৫টা থেকে রাত ১২টার আগ পর্যন্ত রবি থেকে রবি কলরেট বর্তমানে নেওয়া প্যাকেজ অনুযায়ি চার্জ করা হবে।
• রবি থেকে অন্য অপারেটরে কলরেট ১ পয়সা/সেকেন্ড দিনরাত ২৪ ঘন্টা।
• ২৪ ঘন্টা আনলিমিটেড ফ্রি ফেসবুক।
• অফার চলাকালীন সময়ে নিয়মিত প্যাকেজ ট্যারিফ, প্রিয় এবং এফএনএফ নম্বরের ট্যারিফের বদলে এই বিশেষ ট্যারিফ কলরেট প্রযোজ্য হবে।
• এই অফারটিতে থাকাকালীন এসএমএস, এমএমএস এবং অন্য কোনো সার্ভিসের ট্যারিফের কোনো পরিবর্তন হবে না।
• এই বিশেষ প্যাকেজ চলাকালীন অন্য কোনো বোনাস টকটাইম অফার প্রযোজ্য হবে না।
• ৫ দিন মেয়াদের মধ্যে ১০৬ এমবি'র বেশি ব্যবহার হলে, পুর্বের ইন্টারনেট প্যাকেজ অনুযায়ি চার্জ প্রযোজ্য হবে। আর যদি ইন্টারনেট প্যাকেজ না নেওয়া থাকে তাহলে পুনরায় অফারটি নেওয়ার জন্য রিচার্জ করতে হবে।