রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬

জিপি এক্সপ্রেস স্মার্টফোন অফার




অফারের বিস্তারিতঃ
  • গ্রাহকগণ নিম্লিখিত যেকোন স্মার্ট ফোন গুলি ক্রয় করতে পারেন উল্লেখিত মূল্যেঃ
স্মার্টফোন মডেল
মুল্য (টাকা)
সিম্ফনি ভি ৪৯
৪৫৯০
লাভা আইরিস ৭০২
৫৫৯০
স্যামসাং জে১ নেক্সট প্রাইম
৬৯৯০
ওয়ালটন ইএফ৪
৩৯৯০
ওয়ালটন ইএফ৪+
৪৫৯০
  • গ্রাহকগণ ২৫ টাকায় ২৫ জিপি-জিপি মিনিট ও ২৫০MB ইন্টারনেট কিনতে পারবেন
  • টকটাইম ও ইন্টারনেটের মেয়াদ ৭ দিন
  • গ্রাহকগণ ১২ মাসে সর্বোচ্চ ১২ বার বান্ডল অফারটি নিতে পারবেন
  • ক্যাম্পেইনটি ২৩ অক্টোবর ২০১৬ থেকে শুরু হয়ে ২ মাস পর্যন্ত চলবে
শর্তাবলিঃ
গ্রামীণফোনের সকল প্রিপেইড গ্রাহকগণ উল্লিখিত স্মার্টফোনগুলো যেকোন একটি ক্রয় করলেই নিম্নলিখিত অফারগুলি পাবেনঃ
  • গ্রাহকগণ ১২ মাসে সর্বোচ্চ ১২ বার বান্ডল অফারটি নিতে পারবেন
  • টকটাইম ও ইন্টারনেটের মেয়াদ ৭ দিন (২৪ ঘণ্টা)
  • অফারটি পেতে গ্রাহককে EXP25 লিখে 5050 নম্বরে SMS পাঠাতে হবে এবং SMS পাঠালেই স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ২৫ টাকা (ভ্যাট, সম্পূরক শুল্ক ও সারচার্জ অন্তভুক্ত) কেটে নেওয়া হবে
  • বোনাস প্রাপ্তির বিষয়ে গ্রাহককে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে
  • গ্রাহকগণ অফারটি কতবার নিয়েছেন তা জানতে চাইলে Check EXP25 লিখে 5050 নম্বরে SMS পাঠাতে হবে
  • অন্যান্য সকল ট্যারিফ ও পাল্‌স অপরিবর্তিত থাকবে
  • একই গ্রাহকের একাধিক ট্যাগিং এর ক্ষেত্রে প্রথম ভ্যালিড ট্যাগিংটি গণ্য করা হবে এবং ক্যাম্পেইনের সুবিধা প্রদান করা হবে
  • অব্যবহৃত ইন্টারনেট বোনাস পরবর্তিতে ব্যবহার করা যাবে না
  • কোনো গ্রাহক এক মাসে ১২ বার অফারটি নিতে চাইলে তা নেওয়া যাবে। সর্বোচ্চ সময়সীমা হচ্ছে ১২ মাস
  • গ্রাহক উল্লিখিত স্মার্টফোন সমূহের নিজ নিজ সার্ভিস সেন্টার থেকে বিক্রয়োত্তর সেবা পাবেন

কোন মন্তব্য নেই:

10GB (7GB+3GB ফেসবুক)/৭ দিন @ ১৯৯ টাকা (সকল ধরণের ট্যাক্সসহ)

আপনি যদি কম খরচে বেশি ইন্টারনেট ব্যবহারের প্যাক চান তাহলে ১৯৯ টাকার 10GB (7GB+3GB ফেসবুক)/৭ দিন মেয়াদের এই প্যাকটি কিনুন "Buy Now...