অফারের বিস্তারিতঃ
- গ্রাহকগণ নিম্লিখিত যেকোন স্মার্ট ফোন গুলি ক্রয় করতে পারেন উল্লেখিত মূল্যেঃ
স্মার্টফোন মডেল
|
মুল্য (টাকা)
|
---|---|
সিম্ফনি ভি ৪৯
|
৪৫৯০
|
লাভা আইরিস ৭০২
|
৫৫৯০
|
স্যামসাং জে১ নেক্সট প্রাইম
|
৬৯৯০
|
ওয়ালটন ইএফ৪
|
৩৯৯০
|
ওয়ালটন ইএফ৪+
|
৪৫৯০
|
- গ্রাহকগণ ২৫ টাকায় ২৫ জিপি-জিপি মিনিট ও ২৫০MB ইন্টারনেট কিনতে পারবেন
- টকটাইম ও ইন্টারনেটের মেয়াদ ৭ দিন
- গ্রাহকগণ ১২ মাসে সর্বোচ্চ ১২ বার বান্ডল অফারটি নিতে পারবেন
- ক্যাম্পেইনটি ২৩ অক্টোবর ২০১৬ থেকে শুরু হয়ে ২ মাস পর্যন্ত চলবে
শর্তাবলিঃ
গ্রামীণফোনের সকল প্রিপেইড গ্রাহকগণ উল্লিখিত স্মার্টফোনগুলো যেকোন একটি ক্রয় করলেই নিম্নলিখিত অফারগুলি পাবেনঃ
- গ্রাহকগণ ১২ মাসে সর্বোচ্চ ১২ বার বান্ডল অফারটি নিতে পারবেন
- টকটাইম ও ইন্টারনেটের মেয়াদ ৭ দিন (২৪ ঘণ্টা)
- অফারটি পেতে গ্রাহককে EXP25 লিখে 5050 নম্বরে SMS পাঠাতে হবে এবং SMS পাঠালেই স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ২৫ টাকা (ভ্যাট, সম্পূরক শুল্ক ও সারচার্জ অন্তভুক্ত) কেটে নেওয়া হবে
- বোনাস প্রাপ্তির বিষয়ে গ্রাহককে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে
- গ্রাহকগণ অফারটি কতবার নিয়েছেন তা জানতে চাইলে Check EXP25 লিখে 5050 নম্বরে SMS পাঠাতে হবে
- অন্যান্য সকল ট্যারিফ ও পাল্স অপরিবর্তিত থাকবে
- একই গ্রাহকের একাধিক ট্যাগিং এর ক্ষেত্রে প্রথম ভ্যালিড ট্যাগিংটি গণ্য করা হবে এবং ক্যাম্পেইনের সুবিধা প্রদান করা হবে
- অব্যবহৃত ইন্টারনেট বোনাস পরবর্তিতে ব্যবহার করা যাবে না
- কোনো গ্রাহক এক মাসে ১২ বার অফারটি নিতে চাইলে তা নেওয়া যাবে। সর্বোচ্চ সময়সীমা হচ্ছে ১২ মাস
- গ্রাহক উল্লিখিত স্মার্টফোন সমূহের নিজ নিজ সার্ভিস সেন্টার থেকে বিক্রয়োত্তর সেবা পাবেন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন