শুরু তারিখ: ১২ মে ২০১৬
ক্যাম্পেইনের অফার ১:
ক্যাম্পেইনের অফার ২:
ক্যাম্পেইনের অফার ৩:
হ্যান্ডসেটের বৈশিষ্ট্য ও মূল্য
শর্তাদি:
দ্রষ্টব্য:
যেখানে বান্ডল পাওয়া যাবে:
ওয়ারেন্টি:
ক্যাম্পেইনের অফার ১:
হ্যান্ডসেট মডেল | অফার | বিবরণ | ৩ মাসে মোট বোনাস |
---|---|---|---|
স্যামসাং জে১ এনএক্সটি | অননেট | ৬০০ মিনিট/মাস | ১৮০০ মিনিট |
অফনেট | ৩০০ মিনিট/মাস | ৯০০ মিনিট | |
ডাটা (জিবি) | ৪ জিবি/মাস | ১২ জিবি |
ক্যাম্পেইনের অফার ২:
হ্যান্ডসেট মডেল | অফার | বিবরণ | ৩ মাসে মোট বোনাস |
---|---|---|---|
স্যামসাং জে১ এইস | অননেট | ৮০০ মিনিট/মাস | ২৪০০ মিনিট |
অফনেট | ৪০০ মিনিট/মাস | ১২০০ মিনিট | |
ডাটা (জিবি) | ৫ জিবি/মাস | ১৫ জিবি |
ক্যাম্পেইনের অফার ৩:
হ্যান্ডসেট মডেল | অফার | বিবরণ | ৩ মাসে মোট বোনাস |
---|---|---|---|
স্যামসাং জে২ | অননেট | ১০০০ মিনিট/মাস | ৩০০০ মিনিট |
অফনেট | ৫০০ মিনিট/মাস | ১৫০০ মিনিট | |
ডাটা (জিবি) | ৬ জিবি/মাস | ১৮ জিবি |
হ্যান্ডসেটের বৈশিষ্ট্য ও মূল্য
স্যামসাং জে১ এনএক্সটি | স্যামসাং জে১ এইস | স্যামসাং জে২ |
---|---|---|
|
|
|
মূল্য: ৬৯০০ টাকা | মূল্য: ৮৯০০ টাকা | মূল্য: ১১৪৯০ টাকা |
শর্তাদি:
- সকল বিদ্যমান ও নতুন প্রিপেইড ম্যাস, পোস্টপেইড ও এসএমই (পিসিও, ইজি লোড বাদে) গ্রাহক এই অফারটি পাবেন।
- হ্যান্ডসেট কেনার পরে হ্যান্ডসেটে ট্যাগকৃত রবি নম্বর থেকে কোন সক্রিয় এমএসআইএসডিএন নম্বরে ভয়েস কল করলে গ্রাহকের বোনাসের জন্যে উপযুক্ততা নিশ্চিত হবে।
- প্রিপেইড গ্রাহক ট্যাগ করার ৬০ মিনিটের মধ্যে বোনাস পাবেন।
- পোস্টপেইড গ্রাহক ট্যাগ করার ৭২ ঘন্টার মধ্যে বোনাস পাবেন।
- ট্যাগ করার পরে নিবন্ধনের সময় এমএসআইএসডিএন বিবেচনা করা হবে।
- একাধিক এমএসআইএসডিএন ও আইএমইআই বিবেচনা করা হবে না।
দ্রষ্টব্য:
- কেবল লোকাল কলের জন্যেই বোনাস মিনিট প্রযোজ্য হবে।
- এসএমই/প্রিপেইড সংযোগ থেকে কোন সিইউজি নম্বরে কলের চার্জ হবে বিদ্যমান ট্যারিফ প্ল্যান অনুযায়ী।
- বান্ডল মিনিট ফুরিয়ে গেলে বিদ্যমান প্যাকেজ অনুযায়ী স্বাভাবিক চার্জ প্রযোজ্য হবে।
- ডাটা ভলিউম ফুরিয়ে গেলে গ্রাহকের চার্জ হবে ব্যবহার অনুযায়ী ১ টাকা/১ এমবি।
- প্রিপেইড সংযোগের ক্ষেত্রে বোনাস মিনিটের জন্যে ১০ সেকেন্ড পালস্ প্রযোজ্য হবে।
- পোস্টপেইড সংযোগের ক্ষেত্রে বোনাস মিনিটের জন্যে প্যাকেজ অনুযায়ী পালস্ প্রযোজ্য হবে।
- অব্যবহৃত বোনাস মিনিট ও ডাটা পরবর্তীতে ব্যবহার করা যাবে না।
- বোনাস মিনিট শর্ট কোডের জন্যে ব্যবহার করা যাবে না।
- আইডিডি কলের জন্যেও বোনাস মিনিট ব্যবহার করা যাবে না।
- ব্যালান্স ট্রান্সফারের জন্যেও বোনাস মিনিট ব্যবহার করা যাবে না।
- প্যাকেজ অনুযায়ী অন্যান্য ট্যারিফ/সুবিধাদি বজায় থাকবে।
- গ্রাহকের যোগ্যতা নিরূপণের অধিকার রবি ও স্যামসাং উভয়ের থাকবে।
- (প্রিপেইড/এসএমই) রবি-রবি মিনিট চেক করতে *২২২*২# ডায়াল করুন, অন্য অপারেটরের জন্যে *২২২*৯# ডায়াল করুন, এবং ইন্টারনেটের জন্যে *৮৪৪৪*৮৮# ডায়াল করুন।
- নতুন কেনা স্যামসাং জে সিরিজ স্মার্টফোনেই কেবল বোনাস ডাটা প্যাক ব্যবহার করা যাবে।
যেখানে বান্ডল পাওয়া যাবে:
- সকল রবি সেবা
- স্যামসাং পার্টনার চ্যানেল
ওয়ারেন্টি:
- হ্যান্ডসেটের জন্যে ১ বছরের স্বাভাবিক ওয়ারেন্টি প্রযোজ্য হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন