অফারের বিবরণ:
অন্যান্য বিবরণ ও সুবিধাদি:
সাধারণ শর্তাদি:
প্রথমবার রিচার্জ (টাকা) | ৩১ | ৭১ |
---|---|---|
রবি-রবি (পয়সা/সেকেন্ড) | ০.৫ | ০.৫ |
রবি-অন্যান্য (পয়সা/সেকেন্ড) | ১ | ১ |
মেয়াদ (দিন) | ৩০ | ৬০ |
অন্যান্য বিবরণ ও সুবিধাদি:
- এই অফার পেতে গ্রাহককে ৩১ টাকা কিংবা ৭১ টাকা রিচার্জ করতে হবে।
- ৩১ টাকা রিচার্জ করলে গ্রাহক নিম্নরূপ সুবিধাদি পাবেন:
- রবি নম্বরে ২৪ ঘন্টায়ই ০.৫ পয়সা/সেকেন্ড।
- অন্যান্য অপারেটরে ২৪ ঘন্টায়ই ১ পয়সা/সেকেন্ড।
- মেয়াদ হবে রিচার্জের দিন থেকে ৩০ দিন।
- ৭১ টাকা রিচার্জ করলে গ্রাহক নিম্নরূপ সুবিধাদি পাবেন:
- রবি নম্বরে ২৪ ঘন্টায়ই ০.৫ পয়সা/সেকেন্ড।
- অন্যান্য অপারেটরে ২৪ ঘন্টায়ই ১ পয়সা/সেকেন্ড।
- মেয়াদ হবে রিচার্জের দিন থেকে ৬০ দিন।
সাধারণ শর্তাদি:
- কেবল লোকাল নম্বরের জন্যে এই বিশেষ কল রেট প্রযোজ্য।
- এ্যাকুইজিশন অক্টোবর- ২০১৫, এ্যাকুইজিশন আগস্ট- ২০১৫ এবং এ্যাকুইজিশন এপ্রিল-২০১৫ এর গ্রাহকগণ যারা কোন রিচার্জ করেননি কেবল তারাই ৩১ টাকা ও ৭১ টাকা রিচার্জ্ করে সংশ্লিষ্ট সুবিধাদি পেতে পারেন।
- কেবল প্রথমবার ৩১ টাকা কিংবা ৭১ টাকা রিচার্জের ক্ষেত্রে সুবিধাদি পাওয়া যাবে। দ্বিতীয়বার থেকে এই রিচার্জ্ প্রযোজ্য হবে না।
- এ্যাকুইজিশন অক্টোবর- ২০১৫,এ্যাকুইজিশন আগস্ট- ২০১৫ এবং এ্যাকুইজিশন এপ্রিল-২০১৫গ্রাহক বাদে অন্যদের জন্যে এই সুবিধা বন্ধ থাকবে।
- ৩১ টাকা কিংবা ৭১ টাকা রিচার্জের সুবিধা নেওয়ার পরে আপনি অন্যান্য নতুন এ্যাকুইজিশন রিচার্জ্ অফার (যেমন, ৯ টাকা, ২৯ টাকা, ৭৯ টাকা) পেতে পারেন।
- বোনাস মিনিট, বান্ডল মিনিট, এবং ইমার্জেন্সি ব্যালান্সের ক্ষেত্রে এই বিশেষ কল রেট প্রযোজ্য হবে না। বোনাস মিনিট, বান্ডল মিনিট, এবং ইমার্জেন্সি ব্যালান্স প্রথমে ব্যবহৃত হবে।
- এফএনএফ ও প্রিয় নম্বরে নিম্ন কল রেট প্রযোজ্য হবে।
- ক্যাম্পেইন চলাকালীন সময়ে অন্যান্য সেবার রেট (এসএমএস, এমএমএস, ইত্যাদি) অপরিবর্তিত থাকবে (সংশ্লিষ্ট সেবা অনুযায়ী)।
- এই অফারের মেয়াদ শেষ হলে পূর্বের অফার/প্যাকেজ কার্যকর হবে।
- পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত ক্যাম্পেইন চলতে থাকবে।
- ১ সেকেন্ড পালস্ প্রযোজ্য।
- সকল ট্যারিফের উপর ৩% এসডি ও ১৫% ভ্যাট প্রযোজ্য হবে।
- সকল মোবাইল সেবা মুল্যের উপর ৩% সম্পূরক শুল্ক , সম্পূরক শুল্কসহ মোট মূল্যের উপর ১৫% ভ্যাট এবং মূল সেবা মুল্যের উপর ১% সারচার্জ প্রযোজ্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন