শনিবার, ১৬ জুলাই, ২০১৬

বাংলালিংক স্টার্ট-আপ অফার




রিচার্জেই ১ জিবি ইন্টারনেট

  • যেকোন অ্যামাউন্ট রিচার্জেই ১ জিবি ইন্টারনেট বোনাস (রিচার্জের পরিমাণ ১০ টাকা বা এর বেশি)
  • ১ জিবি ইন্টারনেট বোনাস চেক করতে ডায়াল *124*5#
  • ব্যবহারের সময় ২৪ ঘণ্টা
  • ১ জিবি ইন্টারনেট বোনাসের মেয়াদ রিচার্জের দিন সহ ৭ দিন
  • অফারটি একবারই উপভোগ করা যাবে
  • নতুন গ্রাহকরা প্রথম কল থেকে পরবর্তী ৯০ দিন যেকোন ভলিউম ভিত্তিক ইন্টারনেট প্যাক ক্রয়ে ১০০ এমবি ফ্রি ফেসবুক ব্যবহার করতে পারবে
  • ফেসবুক ব্যালেন্স চেক করতে ডায়াল *124*26#
  • ১০০ এমবি ফ্রি ফেসবুক সর্বোচ্চ ৫ বার উপভোগ করা যাবে
  • ১০০ এমবি ফ্রি ফেসবুক-এর মেয়াদ রিচার্জের দিন সহ ২ দিন এবং যেকোন সময় ব্যবহার করা যাবে

নতুন সংযোগে মাত্র ১৯টাকা রিচার্জ করলেই পাবেন সেরা কলরেট

  • সকল প্রিপেইড সাবস্ক্রাইবার যারা ১৫ জুলাই, ২০১৬ বা এরপর তাদের সংযোগটি ব্যবহার শুরু করেছেন এই অফারটি শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য
  • সকল নতুন গ্রাহকরা ঠিক ১৯/৩৯/৫৯ টাকা রিচার্জ করে বাংলালিংক নাম্বারে ২৫ পয়সা/মিনিট এবং অন্য অপারেটরে ৬০ পয়সা/মিনিট রেটে ১ সেকেন্ড পালস সহ স্পেশাল ট্যারিফ উপভোগ করতে পারবেন। শুধুমাত্র প্রথমবার ৩৯ এবং ৫৯ টাকা রিচার্জে স্পেশাল ট্যারিফ প্রযোজ্য হবে
  • অফার চলাকালীন সময়ে ৩৯ এবং ৫৯ টাকা রিচার্জ অন্য বাংলালিংক গ্রাহকের ক্ষেত্রে প্রযোজ্য নয়
  • ১৯, ৩৯ এবং ৫৯ টাকা রিচার্জে স্পেশাল ট্যারিফের মেয়াদ যথাক্রমে ৭ দিন, ১৫ দিন এবং ৩০ দিন
  • প্রথমবার ৩৯ এবং ৫৯ টাকা রিচার্জ করে গ্রাহকরা যথাক্রমে ৩৯ মিনিট এবং ৫৯ মিনিট টকটাইম বোনাস উপভোগ করতে পারবেন। বোনাস মিনিটের ব্যালেন্স চেক করতে ডায়াল *124*7#
  • ৩৯ টাকা এবং ৫৯ টাকা রিচার্জে বোনাসের মেয়াদ যথাক্রমে ১৫ দিন এবং ৩০ দিন। বোনাস টক টাইম যেকোন লোকাল নাম্বারে ব্যবহার করা যাবে (এফএনএফ এবং এসএফএনএফ ব্যতীত)
  • বোনাস ব্যবহারের ক্ষেত্রে এই স্পেশাল ট্যারিফ প্রযোজ্য নয়
  • এই অফারটি ব্যবহারকালীন সময়ে গ্রাহকরা অন্য কোন স্পেশাল ট্যারিফ বা বোনাস উপভোগ করতে পারবেন না
  • আনসাবস্ক্রাইব করতে ডায়াল *166*237# এবং ডি-অ্যাক্টিভেশন রাত ১২টার পর কার্যকর হবে
  • ডি-রেজিস্ট্রেশন করার পরও যদি গ্রাহকরা রাত ১২টার আগে ১৯ টাকা রিচার্জ করে সেক্ষেত্রে স্পেশাল ট্যারিফ প্ল্যানটি আবারও অ্যাক্টিভেট হবে, মেয়াদ ৭ দিন
  • ডি-রেজিস্ট্রেশন করার পর স্পেশাল কল রেট প্রযোজ্য হবে না
  • ডি-রেজিস্ট্রেশন করার পর গ্রাহকরা তার পূর্ববর্তী ট্যারিফ প্ল্যানে ফিরে যাবেন
  • নতুন গ্রাহকরা যদি প্যাকেজ ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে ট্যারিফ ডি-অ্যাক্টিভেট/বন্ধ হয়ে যাবে
  • এই ট্যারিফ প্ল্যানে পুনরায় মাইগ্রেট করতে ডায়াল *999*1*146# এবং ঠিক ১৯ টাকা রিচার্জ করুন

আপনার নতুন বাংলালিংক সংযোগে এখন নিম্নোক্ত সুবিধাগুলো উপভোগ করুন

  • ৫ টাকা প্রি-লোডেড ব্যালেন্স যেকোন বাংলালিংক সার্ভিসে ব্যবহার করা যাবে, মেয়াদ ১৫ দিন
  • বিদ্যমান মেয়াদকালীন সময়ে যেকোন পরিমাণ রিচার্জ করলেই পাচ্ছেন আজীবন মেয়াদ
  • 50MB বোনাস ইন্টারনেটের মেয়াদ বোনাস পাওয়ার দিন থেকে ৩ দিন
  • বোনাস ইন্টারনেটের ব্যালেন্স জানতে ডায়াল *124*5#
  • যেকোন বাংলালিংক নাম্বারে ফ্রি ৫০টি এসএমএস ব্যবহার করতে পারবেন, মেয়াদ ১০ দিন
  • বোনাস SMS চেক করতে ডায়াল *124*4#
  • আমার টিউনে ৩০ দিনের জন্য বাংলালিংক টিউন একদম ফ্রি
  • প্রথম আউটগোয়িং কলের ৬ দিন পর থেকে আমার টিউন কার্যকর হবে
  • আমার টিউন সার্ভিসটি ১ মাস ব্যবহারের পর বন্ধ হয়ে যাবে
  • সাবস্ক্রিপশনটি পুনরায় চালু রাখতে গ্রাহককে start লিখে 2222 নাম্বারে এসএমএস করতে হবে
  • একটি স্পেশাল নাম্বারে উপভোগ করুন ৫ পয়সা/১০ সেকেন্ড কল রেট রাত ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং ১০ পয়সা/১০ সেকেন্ড বিকাল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত
  • যেকোন নাম্বারে ২৪ ঘণ্টা কলরেট ১৮.৬৭ পয়সা/১০ সেকেন্ড

কোন মন্তব্য নেই:

10GB (7GB+3GB ফেসবুক)/৭ দিন @ ১৯৯ টাকা (সকল ধরণের ট্যাক্সসহ)

আপনি যদি কম খরচে বেশি ইন্টারনেট ব্যবহারের প্যাক চান তাহলে ১৯৯ টাকার 10GB (7GB+3GB ফেসবুক)/৭ দিন মেয়াদের এই প্যাকটি কিনুন "Buy Now...