বুধবার, ১০ অক্টোবর, ২০১৮

বন্ধ থাকা বাংলালিংক সংযোগ চালু করলেই আকর্ষণীয় সব অফার!


বন্ধ থাকা বাংলালিংক সংযোগ চালু করলেই আকর্ষণীয় সব অফার!

যেকোনো নাম্বারে ৪০ মিনিট, ফ্রি 1GB ডাটা এবং যেকোনো নাম্বারে ১০০০ ফ্রি SMS, ১৫ দিনের মেয়াদে! এখানেই শেষ নয়, আরও আছে যেকোনো নাম্বারে স্পেশাল কলরেট ০.৯ পয়সা/সেকেন্ড, টানা ৯০ দিন! এই সবকিছু একসাথে পেতে এখনই চালু করুন আপনার বন্ধ থাকা বাংলালিংক সিমটি এবং মাত্র ২৩ টাকা রিচার্জে উপভোগ করুন দারুণ এই সব অফার!
রিচার্জের পরিমাণ২৩ টাকা (সকল ট্যাক্সসহ)
মিনিট (যেকোনো নাম্বারে)৪০
ফ্রি ইন্টারনেট (সব কাজে ব্যবহারের জন্য)1 GB
ফ্রি এসএমএস (যেকোনো নাম্বারে)১০০০
মিনিট শেষ হওয়ার পর স্পেশাল কলরেট০.৯ পয়সা/সেকেন্ড
বান্ডেল মেয়াদ (মিনিট, ইন্টারনেট, SMS)১৫ দিন
কল রেটের মেয়াদ৯০ দিন
  • এই ক্যাম্পেইনটি শুরু হবে ১ সেপ্টেম্বর ২০১৮ থেকে
  • সকল প্রিপেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকরা (আই-টপ আপ ছাড়া) এই অফারটি পাওয়ার উপযুক্ত তবে শুধুমাত্র নির্বাচিত সাবস্ক্রাইবাররা অফারটি নিতে পারবেন
  • এই অফারটি পেতে গ্রাহককে ২৩ টাকা রিচার্জ করতে হবে অথবা *166*023# ডায়াল করতে হবে
  • আপনি অফারটি পাওয়ার জন্য উপযুক্ত কি না জানতে, নিজের নাম্বারটি লিখে পাঠিয়ে দিন 4343 নাম্বারে (ফ্রি)
  • ৫% সাপ্লিমেন্টারি ডিউটি (এসডি), ১৫% ভ্যাট (ট্যারিফের উপর, এসডি সহ) এবং বেস ট্যারিফের উপর ১% সারচার্জ প্রযোজ্য
  • এই অফারটি সীমিত সময়ের জন্য প্রযোজ্য
বিস্তারিত:
  • ক্যাম্পেইন চলাকালীন সময়ে একজন গ্রাহক এই বান্ডেল যত ইচ্ছা ততবার নিতে পারবেন
  • অফার ব্যালেন্স দেখতে ডায়াল *124*300#
  • বান্ডেল মিনিট/SMS শুধুমাত্র লোকাল কল ও লোকাল এসএমএস-এর জন্য প্রযোজ্য
  • বান্ডেল মিনিট ও SMS কোনো শর্ট কোডে ব্যবহার করা যাবে না
  • বান্ডেল ব্যালেন্স অন্য কোনো নাম্বারে ট্রান্সফার করা যাবে না
  • মেয়াদ থাকাকালীন সময়ে বান্ডেলটি পুনরায় কিনলে অব্যবহৃত মিনিট, ইন্টারনেট ও SMS নতুন বান্ডেলের সাথে যোগ হবে এবং নতুন বান্ডেলের মেয়াদ প্রযোজ্য হবে
  • প্রতিবার বান্ডেলটি কেনার সাথে সাথে, গ্রাহকের কল রেটের নতুন মেয়াদ হবে ৯০ দিন
  • বান্ডেলের মেয়াদ শেষ হওয়ার পর, অব্যবহৃত মিনিট, ইন্টারনেট ও SMS আর ব্যবহার করা যাবে না এবং পরের বান্ডেলের সাথে যোগ হবে না, শুধুমাত্র কল রেট বহাল থাকবে
  • মেয়াদ থাকাকালীন সময়ে ফ্রি ইন্টারনেট শেষ হয়ে গেলে, Pay-As-You-Go রেট প্রযোজ্য হবে
  • কল রেটের মেয়াদ শেষ হয়ে গেলে, রেগুলার প্যাকেজের ট্যারিফ প্ল্যান অনুযায়ী গ্রাহককে প্রতিটি কলের জন্য চার্জ করা হবে
  • বান্ডেলটি অটো রিনিউ হবে না
  • স্পেশাল কল রেট থেকে ডি-রেজিস্টার করতে ডায়াল করুন *166*220#
  • আগের সব বন্ধ সিমের অফার আর প্রযোজ্য হবে না। তবে, যারা ইতোমধ্যে আগের কোনো বন্ধ সিমের অফার নিয়েছেন তারা মেয়াদ থাকাকালীন সময় পর্যন্ত অফারটি উপভোগ করতে পারবেন
  • যেসকল গ্রাহকরা ৩১ আগস্ট, ২০১৮-তে বন্ধ সিম চালু করেছেন এবং ১ সেপ্টেম্বর, ২০১৮-তে ২৩ টাকা রিচার্জ করেছেন, তারা নতুন বন্ধ সিমের অফারটি পাবেন
  • যেসকল গ্রাহক ৩১ আগস্ট, ২০১৮-তে বন্ধ সিম চালু করে ২৩ টাকা রিচার্জ করেছেন, তারা পুরানো বন্ধ সিমের অফারটি পাবেন
  • ২৩ টাকা রিচার্জের অফারটি শুধুমাত্র পুনঃসক্রিয় সাবস্ক্রাইবারদের জন্য প্রযোজ্য। অন্য যেকোনো ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়

কোন মন্তব্য নেই:

10GB (7GB+3GB ফেসবুক)/৭ দিন @ ১৯৯ টাকা (সকল ধরণের ট্যাক্সসহ)

আপনি যদি কম খরচে বেশি ইন্টারনেট ব্যবহারের প্যাক চান তাহলে ১৯৯ টাকার 10GB (7GB+3GB ফেসবুক)/৭ দিন মেয়াদের এই প্যাকটি কিনুন "Buy Now...