মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬

গ্রামীণফোন শপিং প্ল্যান

গ্রামীণফোন তোমাকে সবসময়ই তোমার স্বপ্নের কাছাকাছি নিয়ে যেতে চায়। ছাড়িয়ে দিতে চায় তোমার মাত্রাকে। বহুদূরের এই যাত্রায় গ্রামীণফোন সবসময়ই তোমার সাথে ছিল, আছে এবং থাকবে। আর তাই, গ্রামীণফোন তার গ্রাহকদের জন্য নিয়ে এলো ৫টি আলাদা আলাদা বান্ডেল। যেখানে রয়েছে টকটাইম, এসএমএস, এমএমএস আর ইন্টারনেট ডাটা সমৃদ্ধ ৫টি ভিন্ন প্যাকেজ, যা ৭ ফেব্রুয়ারি, ২০১৩ থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত চলবে।


এখন তুমি চাইলেই তোমার পছন্দের বান্ডেলটি বেছে নিতে পার, তোমার মত করে।

কোন মন্তব্য নেই:

10GB (7GB+3GB ফেসবুক)/৭ দিন @ ১৯৯ টাকা (সকল ধরণের ট্যাক্সসহ)

আপনি যদি কম খরচে বেশি ইন্টারনেট ব্যবহারের প্যাক চান তাহলে ১৯৯ টাকার 10GB (7GB+3GB ফেসবুক)/৭ দিন মেয়াদের এই প্যাকটি কিনুন "Buy Now...