সার্বজনীন বৈশাখী উৎসব উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন আয়োজন চলছে, পহেলা বৈশাখে নিজেকে নতুনভাবে সাজাতে চলছে পছন্দের কেনাকাটা। বৈশাখী উৎসবকে আরো বর্ণিল করে তুলতে গত বছরেরমতো এবারও বিকাশ নিয়ে এলো ক্যাশব্যাক অফার!
এই নববর্ষে ৫৬টি ব্র্যান্ডের দেশব্যাপী ৪৪১টি দোকানে কেনাকাটার পেমেন্ট বিকাশ করে আপনিও নিতে পারেন সর্বোচ্চ ২০% ক্যাশব্যাক। এজন্য আড়ং, ইয়েলো, ক্যাটস আই, লোটো, দর্জি বাড়ি, মেনজ ক্লাব, ওমেন্স ওয়ার্ল্ড, জেন্টেল পার্ক, কেয়ামু ডট কম, আজকের ডিল ডট কম, রকমারি ডট কম, স্বপ্ন, মিনা বাজার, ডেইলি শপিং-সহ বিভিন্ন ফ্যাশন হাউজ, অনলাইন শপ ও মার্কেট প্লেস, সুপারস্টোর ও অন্যান্য দোকানে কেনাকাটা করে পেমেন্ট বিকাশ করুন, ৫ এপ্রিল থেকে ১৬ এপ্রিল, ২০১৬ পর্যন্ত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন