বুধবার, ২৯ জুন, ২০১৬

ওয়াওবক্স ঈদ ফেস্ট



এই ঈদটাকে আরও আনন্দদায়ক আর স্মৃতিমধুর করতে ওয়াওবক্স নিয়ে এলো একটি এক্সক্লুসিভ অফার। এই ঈদে ওয়াওবক্স ইউজাররাKaymu.com.bd-তে স্পেশাল সব পণ্য কেনাকাটায় পাবেন ৮৪% পর্যন্ত ডিসকাউন্ট।
ঈদ ফেস্ট অফার:
ওয়াওবক্স ইউজাররা ইলেক্ট্রনিক্স, অ্যাক্সেসরিজসহ Kaymu.com.bd-তে আরও হরেক রকমের পণ্যে পাচ্ছেন ৮৪% পর্যন্ত ডিসকাউন্ট। এই অসাধারণ ডিসকাউন্টটি নেয়ার জন্য গ্রাহকদের ওয়াওবক্স ডাউনলোড করে ব্যবহার করতে হবে। সকল বিক্রীত পণ্য কেইমু বাংলাদেশ ডেলিভারি করবে।
এই অফারটি নেয়ার শর্তাবলীগুলো কী?
  • শুধুমাত্র ওয়াওবক্স ইউজাররা এই স্পেশাল ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।
  • একজন গ্রাহক প্রতিটি ক্যাটাগরি থেকে সর্বোচ্চ একটি প্রডাক্ট নিতে পারবেন।
ওয়াওবক্স ডাউনলোড করতে ক্লিক করুন
কীভাবে পণ্য ক্রয় করতে এবং প্রোডাক্ট অর্ডার করতে পারবেন?
  • ওয়াওবক্স চালু করে ঈদ ফেস্ট কার্ড ব্রাউজ করুন
  • পছন্দের কার্ডে ক্লিক করে প্রডাক্টের বিবরণ দেখতে পারবেন
  • প্রডাক্টটি ক্রয় করতে “Go to Kaymu” বাটনে ক্লিক করুন
  • কেইমুতে গিয়ে প্রতিটি ধাপ পূরণ করুন আর আপনার অর্ডার সম্পন্ন করুন
প্রোডাক্ট অর্ডার করার উপর কী কোনো চার্জ প্রযোজ্য হবে?
ওয়াওবক্স ব্রাউজ করার উপর কোনো চার্জ প্রযোজ্য হবে না। Kaymu.com.bd ব্রাউজ করার জন্য চার্জ প্রযোজ্য হবে এবং কোনো প্রডাক্ট এর অর্ডার দিলে, সেই প্রডাক্টের মূল্য প্রযোজ্য হবে।
এই অফারটি কতদিন চলবে?
এই অফারটি ৩০ জুন শুরু হয়ে ৪ জুলাই পর্যন্ত চলবে (স্টক থাকা পর্যন্ত)।
গ্রাহকদের কীভাবে জানানো হবে?
অর্ডার দেয়ার পর গ্রাহকদের এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দিবে Kaymu.com.bd। একইসাথে কেইমু গ্রাহকদের ফোনে কল করে অর্ডার কনফার্ম বা কোনো সংশয় থাকলে সেই ব্যাপারে খোঁজ নিতে পারবে। কোনো প্রোডাক্ট শেষ হলে সেই কার্ড ওয়াওবক্স থেকে মুছে যাবে আর কেইমুর ওয়েবসাইটে ‘স্টক শেষ’ দেখাবে।
প্রোডাক্ট ডেলিভারি করতে কতদিন লাগবে?
প্রোডাক্ট সম্পূর্ণভাবে কেইমু ডেলিভারি করবে। প্রোডাক্ট ডেলিভারি করতে ঢাকার ভেতর সর্বোচ্চ ৩ দিন আর ঢাকার বাইরে ৭ দিন সময় লাগবে। প্রোডাক্ট আর ডেলিভারি সম্পূর্ণভাবে কেইমু-র দায়িত্ব। যেকোনো গোলযোগের ক্ষেত্র্রে, ওয়াওবক্সের সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে বিবেচনা করা হবে।
বিস্তারিত তথ্যের জন্য কল করুন - ০৯৬-৭৮৭৭-৭১১১
গুগল প্লে স্টোর থেকে ওয়াওবক্স ডাউনলোড করুন আর এই স্পেশাল অফারটি উপভোগ করুন!

শনিবার, ২৫ জুন, ২০১৬

১৯৯ টাকা গিফট কার্ড



এখন বাংলালিংক-এর ১৯৯ টাকা স্ক্র্যাচ কার্ড কিনলেই পাচ্ছো অনেক দারুণ দারুণ অফার। স্ক্র্যাচ কার্ড কিনে উপহার দাও বন্ধুদের, আর সবাই মিলে একসাথে মেতে উঠো আনন্দ উল্লাসে।

অফারের বিস্তারিত

  • সকল বাংলালিংক প্রিপেইড গ্রাহক এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকরা ১৯৯ টাকার এই স্ক্র্যাচ কার্ড ক্রয় করতে পারবেন
  • স্ক্র্যাচ কার্ড রিচার্জ করলেই থাকছে ১৯৯ মিনিট টকটাইম, ১৯৯ এসএমএস, এবং ৬৯৯ এমবি ইন্টারনেট। গ্রাহকের মূল অ্যাকাউন্টে কোন ব্যালেন্স যোগ হবে না
  • বান্ডেল মিনিট সকল নাম্বারে যেকোন সময় ব্যবহার করা যাবে
  • বান্ডেল এসএমএস যেকোন নাম্বারে দিনের যেকোন সময় পাঠানো যাবে
  • বান্ডেল ইন্টারনেট যেকোন সময় ব্যবহার করা যাবে
  • রিচার্জের দিন থেকে টকটাইম, এসএমএস এবং ইন্টারনেটর মেয়াদ ১৫ দিন
  • গ্রাহক যত খুশি তত বান্ডেল স্ক্র্যাচ কার্ড কিনতে পারবে। প্রতিবার রিচার্জে মেয়াদের পরিমাণ বাড়বে
  • সকল বাংলালিংক রিটেইল পয়েন্ট থেকে এই বান্ডেল স্ক্র্যাচ কার্ড ক্রয় করা যাবে এবং অন্যান্য কার্ডের মতই এই কার্ড রিচার্জ করা যাবে
  • বান্ডেল স্ক্র্যাচ কার্ড রিচার্জ করতে ডায়াল *১২৩*(১৫ ডিজিটের পিন নাম্বার)#
  • রিচার্জ সফল হলে গ্রাহক তার বান্ডেল মিনিট, এসএমএস এবং ইন্টারনেট উপভোগ করতে পারবেন
  • বান্ডেল মিনিট, এসএমএস এবং ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল *১২৪*১৯৯#

মঙ্গলবার, ২১ জুন, ২০১৬

মোবিক্যাশ ক্যাশ ব্যাক অফার


পার্টনার ব্যাংক ক্যাশ অফার:

ডিবিবিএল, আইএফআইসি, ইউসিবিএল, এমবিএল, ওয়ান ব্যাংক এর মোবাইল ব্যাংকিং গ্রাহকদের জন্য ঈদ বোনানজা। এখন তারা মোবিক্যাশ আউটলেট থেকে যেকোনো অ্যামাউন্ট এর ক্যাশআউট ফি এর উপর পাচ্ছেন ১০% ডিসকাউন্ট। দেশব্যাপি যেকোনো মোবিক্যাশ আউটলেটে গ্রাহকগণ এই ডিসকাউন্ট পাবেন। এই ছয়টি পার্টনার ব্যাংক এর গ্রাহকগণ মোবিক্যাশ আউটলেট থেকে ক্যাশ আউট করতে পারবেন। গ্রাহকগণ পার্টনার ব্যাংক এর সেবা পাচ্ছেন এক ছাদের নিচে, ডিসকাউন্টে। বিভিন্ন ধরণের গ্রাহক বান্ধব সেবার এক্সপেরিয়েন্স দিতে বদ্ধ পরিকর মোবিক্যাশ, একটি বিশ্বস্ত রিটেইল ব্র্যান্ড।
গ্রাহকগণের জন্য এই অফারটি ১৬ জুলাই ২০১৬ পর্যন্ত চলবে। ক্যাম্পেইন চলাকালিন গ্রাহকগণ যতবার খুশি ততবার এই অফারটি নিতে পারবেন।
রমযান মাসে গ্রাহকগণ মোবিক্যাশের মাধ্যমে পার্টনার ব্যাংকের লেনদেন করে তাদের সেভিংস্ বাড়াতে পারেন।

রবিবার, ১৯ জুন, ২০১৬

Airtel brings new winback offer for prepaid bondho SIMs!


Activate your bondho connections and get upto 3GB FREE INTERNET!!
On 1st recharge of Tk19 customers will enjoy these exciting benefits instantly:
  1. Tk.19 talktime in customer main account
  2. 0.5 paisa/sec to airtel and 1paisa/sec to other numbers call rate for 24hours
  3. Upto 3GB FREE Internet bonus usable anytime of the day
  4. To check individual offer dial *222*2# 

Details

  1. The internet bonus and call rate offer can be enjoyed on 1st recharge only
  2. The internet can be enjoyed 24 hours a day. Balance can be checked at *778*40#
  3. The internet bonus will be given in 3 equal monthly installments (conditions apply)
  4. The validity of the internet bonus will be 7 days each
  5. The special call rate will be valid for minimum 30 days
  6. The customer can avail the offer only once during the campaign period
  7. Customers can opt out of the tariff offer by typing STOP to 4000
  8. Customers will get acknowledgement SMS upon successful recharge
  9. VAT, SD and surcharge applicable on tariff
  10. For details dial 1212(Free)

বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬

নতুন সংযোগ অফার



রবির নতুন সংযোগের সাথে উপভোগ করুন মাত্র ১ টাকায় ১০০ এমবি ইন্টারনেট৯ টাকায় ১ জিবি ইন্টারনেট১১২ টাকার আকর্ষণীয় ইউনিলিভার পণ্যএবং একটি ২৯ টাকার স্ক্র্যাচ কার্ড।
 
১ টাকায় ১০০ এমবি ইন্টারনেট:
  • এই ইন্টারনেট প্যাকটি সকল ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য।
  • এই প্যাক কিনতে গ্রাহককে *৮৬৬৬*০১১১# ডায়াল করতে হবে।
  • ইন্টারনেট ব্যালান্স চেক করতে গ্রাহককে *৮৪৪৪*৮৮# ডায়াল করতে হবে।
  • প্যাকের মূল্য ১ টাকা
  • এর মেয়াদ হবে কেনার দিন থেকে ১ দিন পর্যন্ত।
  • মেয়াদকালীন সময়ে গ্রাহক রাত ১২টা থেকে দুপুর ১২টা র্পযন্ত এই প্যাক ব্যবহার করতে পারবেন।
  • গ্রাহক মেয়াদ এর মধ্যে কেবল একবার এই প্যাক কিনতে পারবেন।
 
৯ টাকায় ১ জিবি ইন্টারনেট:
  • এই ইন্টারনেট প্যাকটি সকল ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য।
  • এই প্যাক কিনতে গ্রাহককে *৮৬৬৬*০৯০# ডায়াল করতে হবে।
  • ইন্টারনেট ব্যালান্স চেক করতে গ্রাহককে *৮৪৪৪*৮৮# ডায়াল করতে হবে।
  • প্যাকের মূল্য ৯ টাকা
  • এর মেয়াদ হবে কেনার দিন থেকে ৭ দিন পর্যন্ত।
  • মেয়াদকালীন সময়ে গ্রাহক রাত ১২টা থেকে দুপুর ১২টা র্পযন্ত এই প্যাক ব্যবহার করতে পারবেন।
  • গ্রাহক মেয়াদ এর মধ্যে কেবল একবার এই প্যাক কিনতে পারবেন।
 
একটা নতুন রবি সংযোগের সাথে গ্রাহক ১১২ টাকা মূল্যরে ইউনলিভার পণ্য পারেন:
  • ১টি লাক্স (৭৫ গ্রাম)
  • ১টি ফেয়ার এ্যান্ড লাভলি (২৫ গ্রাম)
  • ১টি পেপসোডেন্ট (৪৫ গ্রাম)
  • ২টি সানসল্কি কনডশিনার (৭ এমএল)
  • ২টি সানসল্কি শ্যাম্পু (৬ এমএল)

একটা নতুন রবি সংযোগের সাথে গ্রাহক একটি ২৯ টাকা স্ক্র্যাচ কার্ড পারেনঃ
  • কেবল নতুন রবি সংযোগের জন্যে ২৯ টাকার রিচার্জ্ কার্ড্ প্রযোজ্য হবে।
  • ১টা নতুন রবি সংযোগের সাথে গ্রাহক কেবল ১টি স্ক্র্যাচ কার্ড্ নিতে পারবেন।
  • ১৫ দিনের মধ্যে গ্রাহক কেবল একবার ২৯ টাকার স্ক্র্যাচ কার্ড্ ব্যবহার করতে পারবেন।১৫ দিনের মধ্যে একাধিকবার স্ক্র্যাচ কার্ড্ রিচার্জের চেষ্টা করলে সেটি সফল হবে না
  
রিচার্জ করে সেরা রেটঃ
 
 ২৯ টাকা ইজিলোড অথবা স্ক্র্যাচ কার্ড রিচার্জে এ ৭৯ টাকা রিচার্জ এ
রবি থেকে রবি (পয়সা/সেকেন্ড)০.৫০.৫
রবি থেকে অন্য অপারেটর 
(পয়সা/সেকেন্ড)
মেয়াদ (দিন)১৫৩০
 
চালুকরণ বোনাস:
  • মূল এ্যাকাউন্টে ব্যালান্স ১০ টাকা – চেক করতে *২২২# ডায়াল করুন।
    • মেয়াদ: ৩০ দিন।
  • ফ্ল্যাট কল-রেট: ১৯ পয়সা/১০ সেকেন্ড
    • পালস্: ১০ সেকেন্ড।
  • যে কোন লোকাল নম্বরে ৫০টি ফ্রি এসএমএস – চেক করতে ডায়াল করুন *২২২*১২# ।
    • বোনাস এসএমএস ব্যবহারের সময়: ২৪ ঘন্টা।
    • মেয়াদ: ৩০ দিন।
    • ৩০ দিনের মেয়াদ শেষেঃ ৫০ পয়সা/ এসএমএস।
  • ৫০ এমবি ইন্টারনেট ফ্রি – চেক করতে *৮৪৪৪*৮৮# ডায়াল করুন।
    • বোনাস ইন্টারনেট ব্যবহারের সময়: ২৪ ঘন্টা।
    • মেয়াদ: ৩০ দিন।
 
সাধারণ শর্তাদি:
  • চলমান মেয়াদকালীন সময়ে একই অফার নিলে দীর্ঘতর মেয়াদটি চালু হবে।
  • এই নতুন প্যাকেজে মাইগ্রেশন করা যাবে না।
  • এই প্যাকেজ থেকে মাইগ্রেশন করা যাবে। তবে, অন্য রবি প্যাকেজে মাইগ্রেশন করলে গ্রাহক তার রেট-কাটার অফারটি আর পাবেন না।
  • সংশিষ্ট মেয়াদ শেষে গ্রাহক ১৯ পয়সা ১০ সেকেন্ডের ডিফল্ট কল রেট পাবেন।
  • সকল মোবাইল সেবা মুল্যের উপর ৫% সম্পূরক শুল্ক, সম্পূরক শুল্কসহ মোট মূল্যের উপর ১৫% ভ্যাট, এবং মূল সেবা মুল্যের উপর ১% সারচার্জ প্রযোজ্য।

বুধবার, ১৫ জুন, ২০১৬

জিতে নাও সিম্ফনি আই১০ হ্যান্ডসেট



FUNSTORE থেকে এক্সাইটিং সব গেম আর অ্যাপ ডাউনলোড করে জিতে নিতে পারো সিম্ফনি আই১০ হ্যান্ডসেট।
FUNSTOREডাউনলোড করতে কিক করোঃ                                                                                                http://dtkc15a1v4s7w.cloudfront.net/funstoreapk/funstorev3.1.9.apk
  • FUNSTORE কী?
FUNSTORE হচ্ছে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর, যেখান থেকে ফোনের জন্য অ্যাপ, গেম, ইমেজ, মিউজিক আর ভিডিও ডাউনলোড করা যাবে। FUNSTORE থেকে গ্রামীণফোন গ্রাহকরা আকর্ষণীয় সব ডাটা প্যাক ক্রয় করে অ্যাক্টিভেট করতে পারবেন।
  • কী অফার আছে?
গ্রাহকদেরকে FUNSTORE-এর বিভিন্ন কন্টেন্ট (পেইড এবং ফ্রি) ডাউনলোড করতে হবে এবং সর্বোচ্চ সফল ডাউনলোড করা গ্রাহক পাবেন বাম্পার প্রাইজঃ সিম্ফনি আই১০। হ্যান্ডসেটটি স্পনসর করবে মোম্যাজিক বাংলাদেশ।
  • আমার অ্যান্ড্রয়েড ফোনে FUNSTORE কীভাবে ডাউনলোড করবো?
এসএমএস করে FUNSTORE ডাউনলোড করতে পারো। ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করো “FUN” আর পাঠিয়ে দাও “১৬৩০৩” নম্বরে।
  • ক্যাম্পেইনে অংশগ্রহণ করার শর্ত কী?
গ্রামীণফোনের যেকোনো প্রিপেইড গ্রাহক এই কন্টেস্টে অংশ নিতে পারবেন। শুধু অ্যান্ড্রয়েড ফোনে FUNSTORE ব্যবহার করার মাধ্যমে কন্টেস্টে অংশ নেয়া যাবে।
  • কন্টেস্টে অংশগ্রহণ করলে কত চার্জ রাখা হবে?
কন্টেস্টে অংশ নেয়ার জন্য কোনো চার্জ প্রযোজ্য নয়। স্টোর থেকে গ্রাহক শুধুমাত্র পেইড কন্টেন্ট ডাউনলোড করলে চার্জ প্রযোজ্য হবে।
  • ক্যাম্পেইন কতদিন চলবে?
ক্যাম্পেইনটি শুরু হবে ১২ জুন, ২০১৬ এবং শেষ হবে ১২ জুলাই, ২০১৬।
  • বিজয়ীদেরকে কীভাবে বেছে নেয়া হবে?
সর্বোচ্চ সংখ্যক সফল ডাউনলোড করা গ্রাহকদের বিজয়ী ঘোষণা করা হবে।
  • একাধিক অংশগ্রহণকারীর স্কোর যদি একই হয়, তাহলে কী হবে?
সময়ের উপর ভিত্তি করে বিজয়ী নির্ধারণের ব্যাপারটি বিবেচনা করা হবে এবং এই ব্যাপারে মোম্যাজিক-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে। কন্টেস্টের পুরস্কার স্পন্সর করছে মোম্যাজিক।
  • গ্রাহকদের কীভাবে জানানো হবে?
কন্টেস্ট শেষ হলে বিজয়ীদেরকে জানানো হবে এবং পুরস্কার প্রদান করা হবে।
  • পুরস্কার কীভাবে দেয়া হবে?
বিজয়ীদেরকে আগেই জানানো হবে এবং পুরস্কার প্রদানের জন্য আমন্ত্রণ করা হবে।

সোমবার, ১৩ জুন, ২০১৬

Get 50MB Free!



Terms & Conditions:

  • Applicable for active GP customers who haven’t used internet in last 90 days
  • 7 days validity includes the activation day
  • This offer will continue until further notice
  • After Internet Volume Expiration customers will be charged Tk .01/10KB (till validity exists, up to 200 Taka)
  • Unused Data Volume will not be carried forward
  • Offer can be activated once only
  • Dial *121*1*4# to know internet balance

শনিবার, ১১ জুন, ২০১৬

খুশি ছড়াই খুশি বাড়াই


অফারের বিস্তারিত

  • প্রতি ১০ টাকা বা তার বেশি ইন্টারনেট প্যাক ক্রয়ে ১ টাকা যোগ হবে খুশি ছড়াই খুশি বাড়াই ক্যাম্পেইনের ফান্ডে
  • প্রমোশনাল এবং লিমিটেড টাইম ইন্টারনেট অফারে এই ক্যাম্পেইন প্রযোজ্য নয়
  • গ্রাহককে এই ক্যাম্পেইনে রেজিস্ট্রেশন করতে “SHARE” লিখে ২৫০০ নাম্বারে এসএমএস পাঠাতে হবে (ফ্রি)
  • গ্রাহক রেজিস্ট্রেশন করার পর, ক্যাম্পেইন চলাকালীন প্রতি ১০ টাকা বা তার বেশি ইন্টারনেট প্যাক ক্রয়ে ১ টাকা যোগ হবে ক্যাম্পেইন ফান্ডে
  • এই ক্যাম্পেইন ফান্ডের মাধ্যমে বাংলালিংক সুবিধাবঞ্চিত শিশুদের ইফতার এবং ডিনার আয়োজন করবে
  • গ্রাহক “COUNT” লিখে ২৫০০ নাম্বরে এসএমএস করে খুশি ছড়াই খুশি বাড়াই ক্যাম্পেইনে কত টাকা দিয়েছেন তা জানতে পারবেন

শুক্রবার, ১০ জুন, ২০১৬

১০০ দিন ফেসবুক প্যাক


১০০ দিন ফেসবুক বাধাহীন
ডায়াল *5000*591#
১০০ দিন মেয়াদের ৩৫ এমবি ফেসবুক ইন্টারনেট মাত্র ১৫ টাকা

অফারের বিস্তারিত

  • সকল প্রিপেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকদের জন্য অফারটি প্রযোজ্য
  • মেয়াদ থাকাকালীন নির্ধারিত ইন্টারনেট ভলিউম শেষ হলে এবং অন্য কোন ইন্টারনেট প্যাক না থাকলে ১ পয়সা/১০কেবি হার চার্জে গ্রাহক ইন্টারনেট ব্যবহার করতে পারবেন
  • এই ফেসবুক প্যাকের সাথে গ্রাহক অন্য যেকোন ইন্টারনেট প্যাক রাখতে পারবেন, সেক্ষেত্রে ফেসবুক ছাড়া অন্য ইন্টারনেট ব্যবহারে সাবস্ক্রাইবকৃত অন্য ইন্টারনেট প্যাক থেকে ব্যবহৃত হবে
  • গ্রাহক ফেসবুক অ্যাপ, ফেসবুক মেসেঞ্জার এবং ডিফল্ট ব্রাউজারে m.facebook.com-এর মাধ্যমে ফেসবুক ব্যবহার করতে পারবেন, প্রক্সি ব্রাউজার ব্যবহার করা যাবে না (অপেরা, ইউসি ইত্যাদি)
  • প্যাকটি ক্রয় করতে ডায়াল *৫০০০*৫৯১#
  • অবশিষ্ট ইন্টারনেট ভলিউম জানতে ডায়াল *৫০০০*৫০০#
  • প্যাকটি আনসাবস্ক্রাইব করতে ডায়াল *৫০০০*৫৩৮#
  • প্যাকটির মেয়াদ ১০০ দিন
  • এসডি + ভ্যাট + এসসি প্রযোজ্য

বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬

রাত্রিকালীন প্যাক ২৯ টাকায়


শর্তাবলী:
  • ২ জিবি রাত্রিকালীন ইন্টারনেট প্যাক মাত্র ২৯ টাকায় (এসডি+ভ্যাট+এসসি সহ); ৭ দিন মেয়াদে
  • অফারটি উপভোগ করতে গ্রাহকদের *৫০০০*১০৫# ডায়াল করতে হবে
  • ২ জিবি ব্যবহার করা যাবে রাত ১২ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত (৭ দিন মেয়াদ)
  • পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত এই অফারটি চলবে
  • ইন্টারনেট ভলিউম শেষ হওয়ার পর গ্রাহকের ব্যবহারের উপর প্রতি ১০ কিলোবাইটের জন্য ০.০১ টাকা হারে চার্জ প্রযোজ্য হবে (মেয়াদ থাকা পর্যন্ত, ২০০ টাকা পর্যন্ত)
  • অব্যবহৃত ডাটা ভলিউম পরবর্তীতে নেয়া ডাটার সাথে যোগ হবে না
  • ইন্টারনেট ব্যালেন্স জানতে *৫৬৭# ডায়াল করতে হবে

“ভালো থাকার মাস্টার প্ল্যান”


ফ্রি টনিক মেম্বারশিপের জন্য ডায়াল *789# অথবা ভিজিটঃ www.mytonic.com
“ভালো থাকার মাস্টার প্ল্যান”
ফ্রি মেম্বারশিপের পর টনিক মেম্বারদের জন্য থাকছেঃ
  • টনিক জীবন
  • টনিক ডাক্তার
  • টনিক ডিসকাউন্টস
  • টনিক ক্যাশ
বাংলাদেশের মানুষের সুস্থ জীবন যাপন নিশ্চিত করার প্রত্যয়ে টেলিনর হেল্‌থ ও গ্রামীণফোন লিমিটেড নিয়ে এলে ভাল থাকার মাস্টার প্ল্যান, টনিক। টনিক মেম্বাররা বিনা খরচে মোবাইলেই পাবেন সুস্থ থাকার অসংখ্য স্বাস্থ্য পরামর্শ, হাসপাতাল সেবায় ডিসকাউন্ট, টনিক ক্যাশ সুবিধা আর বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ। এবার টনিক-এর মাধ্যমে বানিয়ে ফেলুন আপনার ভাল থাকার মাস্টার প্ল্যান।
গ্রামীণফোনের সকল সক্রিয় গ্রাহক তাদের সংযোগ থেকে নূন্যতম ব্যবহার নিশ্চিত করলেই টনিকের সব সুবিধা উপভোগ করতে পারবেন। গ্রাহকদের বর্তমান মাসের ব্যবহারের উপর ভিত্তি করে পরবর্তী মাসের টনিক মেম্বারশিপ নির্ধারিত হবে। টনিক-এ রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি। আপনি টনিক-এ রেজিস্ট্রেশন করার পর আপনার গ্রামীণফোন সংযোগটি নিয়মিত ব্যবহার করতে থাকুন আর উপভোগ করুন টনিকের সকল সুবিধা।
টনিক মেম্বারদের জন্য যা থাকছে-
টনিক জীবন
আপনার ও আপনার পরিবারের প্রতিদিনের সুস্বাস্থ্যের পরামর্শ পাবেন SMS আর www.mytonic.com –এ। গ্রামীণফোন-এর ইন্টারনেট ব্যবহারকারী গ্রাহকগণ ডাটা চার্জ ছাড়াই ওয়েবসাইট থেকে পাচ্ছেন হেলথ টিপস্ (ছবি ও ভিডিও ব্যতীত)। এই সাইট থেকে অন্য কোন সাইট ব্রাউজ করলে চার্জ প্রযোজ্য হবে। 
টনিক ডাক্তার
আপনার স্বাস্থ্য বিষয়ক পরামর্শের জন্য যেকোনো সময় পাশে পাচ্ছেন একজন নিবেদিত ডাক্তার – কল করুন 789 নম্বরে। গ্রামীণফোন সংযোগ থেকে 789 নম্বরে কল করে ৫ টাকা/মিনিট কল রেটে এই সুবিধা পাবেন। সাথে থাকছে ১০ সেকেন্ড পালস্ সুবিধা।
টনিক ডিসকাউন্ট
হাসপাতাল সেবায় সর্বোচ্চ ৪০% পর্যন্ত ডিসকাউন্টে পাচ্ছেন হাসপাতাল শয্যা, পরীক্ষা-নিরীক্ষা আর বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ।
ডিসকাউন্ট পেতে টনিক মেম্বারকে হাসপাতাল কোডটি মেসেজ অপশনে টাইপ করে পাঠিয়ে দিতে হবে 789 নম্বরে (ফ্রি)।
টনিক ক্যাশ
টনিক মেম্বারগণ একটানা তিন বা তার বেশি রাত হাসপাতালে ভর্তি থাকলে ৫০০টাকা পাওয়ার উপযুক্ত বলে গণ্য হবেন। একজন উপযুক্ত মেম্বার বছরে সর্বাধিক চারবার টনিক ক্যাশ সুবিধা পাবেন (৫০০টাকা করে বছরে ৪ বার=২০০০টাকা)। এই সুবিধা পেতে গ্রাহককে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার ৩০ দিনের মধ্যে গ্রামীণফোন সংযোগ থেকে 789 নম্বরে ডায়াল করতে হবে। টনিক প্রতিনিধির পরামর্শ মতো হাসপাতাল থেকে পাওয়া ছাড়পত্রটি দ্রুত নিকটস্থ গ্রামীণফোন সেন্টার অথবা claims@mytonic.com ই-মেইলে পাঠিয়ে দিতে হবে। টনিক টিম কাগজপত্রের বৈধতা পরীক্ষা করে দেখবে এবং ক্লেইম করার ৩০ কর্ম দিবসের মধ্যে গ্রাহক মোবাইল ওয়ালেটে টনিক ক্যাশ পেয়ে যাবেন। টনিক প্রতিনিধির সাথে কথা বলতে ৫০ পয়সা/মিনিট চার্জ প্রযোজ্য হবে, ১০ সেকেন্ড পালস্ প্রযোজ্য।
সরকারী নিয়ম অনুযায়ী সকল চার্জে সম্পূরক শুল্ক প্রযোজ্য। সম্পূরক শুল্কসহ মোট মূলের উপর ভ্যাট ও মূল কলরেটের উপর সারচার্জ প্রযোজ্য।

বুধবার, ৮ জুন, ২০১৬

বন্ধ সংযোগ চালু করলেই আকর্ষণীয় অফার!


অফারের বিস্তারিত

  • বাংলালিংক-এর প্রিপেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকের জন্য অফারটি প্রযোজ্য
  • ১ জুন, ২০১৬ থেকে বন্ধ সিমে অফারটি প্রযোজ্য
  • বন্ধ সংযোগ চালু করে রিচার্জ করুন ১৯ টাকা
  • প্রতি ১০ মিনিটে প্রথম ১৯ টাকা রিচার্জকারী 3G স্মার্টফোন বিজয়ী হবেন (সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা)
  • এই অফারের আওতাভূক্ত সকল গ্রাহক সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ১৯ টাকা রিচার্জ করলে ২০০০এমবি ইন্টারনেট উপভোগ করতে পারবেন (প্রতি সপ্তাহে ৫০০এমবি করে পরবর্তী ৪ সপ্তাহ)
  • বোনাস ইন্টারনেট রাত ২টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যবহার করা যাবে
  • বোনাস ইন্টারনেট চেক করতে ডায়াল *১২৪*৯৯৪#
  • বোনাস ইন্টারনেট মেয়াদ: ৩ দিন
  • ক্যাম্পেইন চলাকালীন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ১৯ টাকা রিচার্জকারী রিচার্জের ২৪ ঘণ্টার মধ্যে ফ্রি ইন্টারনেট পাবেন
  • বোনাস ইন্টারনেট পরবর্তীতে যোগ হবে না
  • বোনাস ইন্টারনেট ট্রান্সফার করা যাবে না
  • গ্রাহক প্রতি সপ্তাহে ৫০০এমবি ইন্টারনেট পাবেন। যেমন: কোন গ্রাহক যদি ৬ জুনে ৫০০এমবি ইন্টারনেট বোনাস পায় তবে পরবর্তী বোনাস ৫০০এমবি ইন্টারনেট পাবেন ১৩ জুন
  • ক্যাম্পেইন চলাকালীন ১৯ টাকা রিচার্জের পর গ্রাহক সফল রেজিস্ট্রেশনের (হ্যান্ডসেট অফার) জন্য একটি কনফার্মেশন এসএমএস পাবেন (ঐ দিনের মধ্যে)
  • হ্যান্ডসেট বিজয়ীকে পরবর্তী কর্ম দিবসে কনফার্মেশন এসএমএস-এর মাধ্যমে হ্যান্ডসেট সংগ্রহ করার পদ্ধতি জানিয়ে দেয়া হবে
  • ক্যাম্পেইন চলাকালীন একজন শুধুমাত্র একবারই বিজয়ী হতে পারবেন
  • গ্রাহকের জন্য অফারটি প্রযোজ্য কিনা তা জানতে ১৯ লিখে এসএমএস করতে হবে ২০১২ নাম্বারে
  • এই অফারটি সীমিত সময়ের জন্য
  • এই সংক্রান্ত সকল অধিকার বাংলালিংক সংরক্ষণ করবে

মঙ্গলবার, ৭ জুন, ২০১৬

রমজান বান্ডল অফার


অফারের বিস্তারিত

  • সকল প্রিপেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকরা অফারটি উপভোগ করতে পারবেন
  • রমজানের বান্ডেল ইসলামিক গান ও ভিডিও ডাউনলোড করতে রেগুলার ইন্টারনেট চার্জ প্রযোজ্য হবে
  • ইসলামিক গান ও ভিডিও সংক্রান্ত সকল দায়ভার আইএলএম সার্ভিস লিমিটেড-এর
  • ইসলামিক গান ও ভিডিও ডাউনলোড করতে গ্রাহককে ভিজিট করতে হবে: http://wapislam.mobi/ramadanbundle-এ
  • গ্রাহকরা রমজান বান্ডেলের সাথে স্ট্যান্ডার্ড ইন্টারনেট প্যাক ব্যবহার করতে পারবেন
  • মেয়াদ থাকাকালীন রমজান বান্ডেল প্যাকের ভলিউম শেষ হলে গ্রাহক ১পয়সা/ ১০কেবি চার্জে ইসলামিক গান ও ভিডিও ডাউনলোড করতে পারবেন
  • বান্ডেল ক্রয় করা যাবে যত খুশি ততবার এবং একাধিকবার ক্রয় করলে পূর্বের অব্যবহৃত ইন্টারনেট ভলিউম যোগ হবে এবং নতুন মেয়াদ প্রযোজ্য হবে
  • মিনিট এবং ইন্টারনেট ২৪ ঘণ্টা ব্যবহার করা যাবে, ব্যালেন্স চেক করতে ডায়াল *১২৪*১৭#
  • ইসলামিক গান ও ভিডিও লিংক অ্যাক্টিভেট হতে সর্বোচ্চ ৩০ মিনিট সময় লাগবে
  • এসডি + ভ্যাট + এসসি প্রযোজ্য

সোমবার, ৬ জুন, ২০১৬

১০০% ডাটা বোনাস


১০০% ডাটা বোনাস
৪জিবি প্যাকে ১০০% বোনাস:
  • ৫০০ টাকার ৪জিবি ডিফল্ট প্যাকে ৪জিবি ভলিউম বোনাস (এসডি+ভ্যাট+এসসি ছাড়া); ২৮ দিন মেয়াদ
  • অফারটি উপভোগ করতে গ্রাহকদের *৫০০০*৭১# ডায়াল করতে হবে
  • ৪জিবি বোনাস ভলিউমের মেয়াদ ৭ দিন
  • পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত এই অফারটি চলবে
  • ইন্টারনেট ভলিউম শেষ হওয়ার পর গ্রাহকের ব্যবহারের উপর প্রতি ১০ কিলোবাইটের জন্য ০.০১ টাকা হারে চার্জ প্রযোজ্য হবে (মেয়াদ থাকা পর্যন্ত, ২০০ টাকা পর্যন্ত)
  • অব্যবহৃত ডাটা ভলিউম পরবর্তীতে নেয়া ডাটার সাথে যোগ হবে না
  • ইন্টারনেট ব্যালেন্স জানতে *৫৬৭# ডায়াল করতে হবে
৯৫০ টাকায় ৮জিবি-তে ১০০% ভলিউম বোনাস :
  • ৯৫০ টাকার ৮জিবি ডিফল্ট প্যাকে ৮জিবি ভলিউম বোনাস (এসডি+ভ্যাট+এসসি ছাড়া); ২৮ দিন মেয়াদ
  • অফারটি উপভোগ করতে গ্রাহকদের *৫০০০*৭৪# ডায়াল করতে হবে
  • ৮জিবি বোনাস ভলিউমের মেয়াদ ৭ দিন
  • পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত এই অফারটি চলবে
  •  ইন্টারনেট ভলিউম শেষ হওয়ার পর গ্রাহকের ব্যবহারের উপর প্রতি ১০ কিলোবাইটের জন্য ০.০১ টাকা হারে চার্জ প্রযোজ্য হবে (মেয়াদ থাকা পর্যন্ত, ২০০ টাকা পর্যন্ত)
  • অব্যবহৃত ডাটা ভলিউম পরবর্তীতে নেয়া ডাটার সাথে যোগ হবে না
  • ইন্টারনেট ব্যালেন্স জানতে *৫৬৭# ডায়াল করতে হবে

10GB (7GB+3GB ফেসবুক)/৭ দিন @ ১৯৯ টাকা (সকল ধরণের ট্যাক্সসহ)

আপনি যদি কম খরচে বেশি ইন্টারনেট ব্যবহারের প্যাক চান তাহলে ১৯৯ টাকার 10GB (7GB+3GB ফেসবুক)/৭ দিন মেয়াদের এই প্যাকটি কিনুন "Buy Now...