বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬

নতুন সংযোগ অফার



রবির নতুন সংযোগের সাথে উপভোগ করুন মাত্র ১ টাকায় ১০০ এমবি ইন্টারনেট৯ টাকায় ১ জিবি ইন্টারনেট১১২ টাকার আকর্ষণীয় ইউনিলিভার পণ্যএবং একটি ২৯ টাকার স্ক্র্যাচ কার্ড।
 
১ টাকায় ১০০ এমবি ইন্টারনেট:
  • এই ইন্টারনেট প্যাকটি সকল ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য।
  • এই প্যাক কিনতে গ্রাহককে *৮৬৬৬*০১১১# ডায়াল করতে হবে।
  • ইন্টারনেট ব্যালান্স চেক করতে গ্রাহককে *৮৪৪৪*৮৮# ডায়াল করতে হবে।
  • প্যাকের মূল্য ১ টাকা
  • এর মেয়াদ হবে কেনার দিন থেকে ১ দিন পর্যন্ত।
  • মেয়াদকালীন সময়ে গ্রাহক রাত ১২টা থেকে দুপুর ১২টা র্পযন্ত এই প্যাক ব্যবহার করতে পারবেন।
  • গ্রাহক মেয়াদ এর মধ্যে কেবল একবার এই প্যাক কিনতে পারবেন।
 
৯ টাকায় ১ জিবি ইন্টারনেট:
  • এই ইন্টারনেট প্যাকটি সকল ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য।
  • এই প্যাক কিনতে গ্রাহককে *৮৬৬৬*০৯০# ডায়াল করতে হবে।
  • ইন্টারনেট ব্যালান্স চেক করতে গ্রাহককে *৮৪৪৪*৮৮# ডায়াল করতে হবে।
  • প্যাকের মূল্য ৯ টাকা
  • এর মেয়াদ হবে কেনার দিন থেকে ৭ দিন পর্যন্ত।
  • মেয়াদকালীন সময়ে গ্রাহক রাত ১২টা থেকে দুপুর ১২টা র্পযন্ত এই প্যাক ব্যবহার করতে পারবেন।
  • গ্রাহক মেয়াদ এর মধ্যে কেবল একবার এই প্যাক কিনতে পারবেন।
 
একটা নতুন রবি সংযোগের সাথে গ্রাহক ১১২ টাকা মূল্যরে ইউনলিভার পণ্য পারেন:
  • ১টি লাক্স (৭৫ গ্রাম)
  • ১টি ফেয়ার এ্যান্ড লাভলি (২৫ গ্রাম)
  • ১টি পেপসোডেন্ট (৪৫ গ্রাম)
  • ২টি সানসল্কি কনডশিনার (৭ এমএল)
  • ২টি সানসল্কি শ্যাম্পু (৬ এমএল)

একটা নতুন রবি সংযোগের সাথে গ্রাহক একটি ২৯ টাকা স্ক্র্যাচ কার্ড পারেনঃ
  • কেবল নতুন রবি সংযোগের জন্যে ২৯ টাকার রিচার্জ্ কার্ড্ প্রযোজ্য হবে।
  • ১টা নতুন রবি সংযোগের সাথে গ্রাহক কেবল ১টি স্ক্র্যাচ কার্ড্ নিতে পারবেন।
  • ১৫ দিনের মধ্যে গ্রাহক কেবল একবার ২৯ টাকার স্ক্র্যাচ কার্ড্ ব্যবহার করতে পারবেন।১৫ দিনের মধ্যে একাধিকবার স্ক্র্যাচ কার্ড্ রিচার্জের চেষ্টা করলে সেটি সফল হবে না
  
রিচার্জ করে সেরা রেটঃ
 
 ২৯ টাকা ইজিলোড অথবা স্ক্র্যাচ কার্ড রিচার্জে এ ৭৯ টাকা রিচার্জ এ
রবি থেকে রবি (পয়সা/সেকেন্ড)০.৫০.৫
রবি থেকে অন্য অপারেটর 
(পয়সা/সেকেন্ড)
মেয়াদ (দিন)১৫৩০
 
চালুকরণ বোনাস:
  • মূল এ্যাকাউন্টে ব্যালান্স ১০ টাকা – চেক করতে *২২২# ডায়াল করুন।
    • মেয়াদ: ৩০ দিন।
  • ফ্ল্যাট কল-রেট: ১৯ পয়সা/১০ সেকেন্ড
    • পালস্: ১০ সেকেন্ড।
  • যে কোন লোকাল নম্বরে ৫০টি ফ্রি এসএমএস – চেক করতে ডায়াল করুন *২২২*১২# ।
    • বোনাস এসএমএস ব্যবহারের সময়: ২৪ ঘন্টা।
    • মেয়াদ: ৩০ দিন।
    • ৩০ দিনের মেয়াদ শেষেঃ ৫০ পয়সা/ এসএমএস।
  • ৫০ এমবি ইন্টারনেট ফ্রি – চেক করতে *৮৪৪৪*৮৮# ডায়াল করুন।
    • বোনাস ইন্টারনেট ব্যবহারের সময়: ২৪ ঘন্টা।
    • মেয়াদ: ৩০ দিন।
 
সাধারণ শর্তাদি:
  • চলমান মেয়াদকালীন সময়ে একই অফার নিলে দীর্ঘতর মেয়াদটি চালু হবে।
  • এই নতুন প্যাকেজে মাইগ্রেশন করা যাবে না।
  • এই প্যাকেজ থেকে মাইগ্রেশন করা যাবে। তবে, অন্য রবি প্যাকেজে মাইগ্রেশন করলে গ্রাহক তার রেট-কাটার অফারটি আর পাবেন না।
  • সংশিষ্ট মেয়াদ শেষে গ্রাহক ১৯ পয়সা ১০ সেকেন্ডের ডিফল্ট কল রেট পাবেন।
  • সকল মোবাইল সেবা মুল্যের উপর ৫% সম্পূরক শুল্ক, সম্পূরক শুল্কসহ মোট মূল্যের উপর ১৫% ভ্যাট, এবং মূল সেবা মুল্যের উপর ১% সারচার্জ প্রযোজ্য।

কোন মন্তব্য নেই:

10GB (7GB+3GB ফেসবুক)/৭ দিন @ ১৯৯ টাকা (সকল ধরণের ট্যাক্সসহ)

আপনি যদি কম খরচে বেশি ইন্টারনেট ব্যবহারের প্যাক চান তাহলে ১৯৯ টাকার 10GB (7GB+3GB ফেসবুক)/৭ দিন মেয়াদের এই প্যাকটি কিনুন "Buy Now...