ফ্রি টনিক মেম্বারশিপের জন্য ডায়াল *789# অথবা ভিজিটঃ www.mytonic.com
“ভালো থাকার মাস্টার প্ল্যান”
ফ্রি মেম্বারশিপের পর টনিক মেম্বারদের জন্য থাকছেঃ
- টনিক জীবন
- টনিক ডাক্তার
- টনিক ডিসকাউন্টস
- টনিক ক্যাশ
বাংলাদেশের মানুষের সুস্থ জীবন যাপন নিশ্চিত করার প্রত্যয়ে টেলিনর হেল্থ ও গ্রামীণফোন লিমিটেড নিয়ে এলে ভাল থাকার মাস্টার প্ল্যান, টনিক। টনিক মেম্বাররা বিনা খরচে মোবাইলেই পাবেন সুস্থ থাকার অসংখ্য স্বাস্থ্য পরামর্শ, হাসপাতাল সেবায় ডিসকাউন্ট, টনিক ক্যাশ সুবিধা আর বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ। এবার টনিক-এর মাধ্যমে বানিয়ে ফেলুন আপনার ভাল থাকার মাস্টার প্ল্যান।
গ্রামীণফোনের সকল সক্রিয় গ্রাহক তাদের সংযোগ থেকে নূন্যতম ব্যবহার নিশ্চিত করলেই টনিকের সব সুবিধা উপভোগ করতে পারবেন। গ্রাহকদের বর্তমান মাসের ব্যবহারের উপর ভিত্তি করে পরবর্তী মাসের টনিক মেম্বারশিপ নির্ধারিত হবে। টনিক-এ রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি। আপনি টনিক-এ রেজিস্ট্রেশন করার পর আপনার গ্রামীণফোন সংযোগটি নিয়মিত ব্যবহার করতে থাকুন আর উপভোগ করুন টনিকের সকল সুবিধা।
টনিক মেম্বারদের জন্য যা থাকছে-
টনিক জীবন
আপনার ও আপনার পরিবারের প্রতিদিনের সুস্বাস্থ্যের পরামর্শ পাবেন SMS আর www.mytonic.com –এ। গ্রামীণফোন-এর ইন্টারনেট ব্যবহারকারী গ্রাহকগণ ডাটা চার্জ ছাড়াই ওয়েবসাইট থেকে পাচ্ছেন হেলথ টিপস্ (ছবি ও ভিডিও ব্যতীত)। এই সাইট থেকে অন্য কোন সাইট ব্রাউজ করলে চার্জ প্রযোজ্য হবে।
টনিক ডাক্তার
আপনার স্বাস্থ্য বিষয়ক পরামর্শের জন্য যেকোনো সময় পাশে পাচ্ছেন একজন নিবেদিত ডাক্তার – কল করুন 789 নম্বরে। গ্রামীণফোন সংযোগ থেকে 789 নম্বরে কল করে ৫ টাকা/মিনিট কল রেটে এই সুবিধা পাবেন। সাথে থাকছে ১০ সেকেন্ড পালস্ সুবিধা।
টনিক ডিসকাউন্ট
হাসপাতাল সেবায় সর্বোচ্চ ৪০% পর্যন্ত ডিসকাউন্টে পাচ্ছেন হাসপাতাল শয্যা, পরীক্ষা-নিরীক্ষা আর বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ।
ডিসকাউন্ট পেতে টনিক মেম্বারকে হাসপাতাল কোডটি মেসেজ অপশনে টাইপ করে পাঠিয়ে দিতে হবে 789 নম্বরে (ফ্রি)।
টনিক ক্যাশ
টনিক মেম্বারগণ একটানা তিন বা তার বেশি রাত হাসপাতালে ভর্তি থাকলে ৫০০টাকা পাওয়ার উপযুক্ত বলে গণ্য হবেন। একজন উপযুক্ত মেম্বার বছরে সর্বাধিক চারবার টনিক ক্যাশ সুবিধা পাবেন (৫০০টাকা করে বছরে ৪ বার=২০০০টাকা)। এই সুবিধা পেতে গ্রাহককে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার ৩০ দিনের মধ্যে গ্রামীণফোন সংযোগ থেকে 789 নম্বরে ডায়াল করতে হবে। টনিক প্রতিনিধির পরামর্শ মতো হাসপাতাল থেকে পাওয়া ছাড়পত্রটি দ্রুত নিকটস্থ গ্রামীণফোন সেন্টার অথবা claims@mytonic.com ই-মেইলে পাঠিয়ে দিতে হবে। টনিক টিম কাগজপত্রের বৈধতা পরীক্ষা করে দেখবে এবং ক্লেইম করার ৩০ কর্ম দিবসের মধ্যে গ্রাহক মোবাইল ওয়ালেটে টনিক ক্যাশ পেয়ে যাবেন। টনিক প্রতিনিধির সাথে কথা বলতে ৫০ পয়সা/মিনিট চার্জ প্রযোজ্য হবে, ১০ সেকেন্ড পালস্ প্রযোজ্য।
সরকারী নিয়ম অনুযায়ী সকল চার্জে সম্পূরক শুল্ক প্রযোজ্য। সম্পূরক শুল্কসহ মোট মূলের উপর ভ্যাট ও মূল কলরেটের উপর সারচার্জ প্রযোজ্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন